Homeজেলালক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত

মো.ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি।। 
 
নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকালে জেলার পাঁচটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আয়োজন করা হয়।
 
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে রবিবার সকালে নবনির্মিত ভবন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই উদ্বোধন করেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। 
 
প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর হিলফুল ফুযুল একাডেমির  নতুন একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
 সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রিনা সুলতানাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।
 
এবছর বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়ে গেছে। আজ শনিবার (১ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে
 
এদিকে একই সময়ে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, পুলিশ সুপার ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মাহফুজ্জামান আশরাফ।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা বেগমসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
 
এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

সর্বশেষ খবর