Homeশীর্ষ সংবাদশাহাবুদ্দিন চুপ্পু একজন অসাধারণ ব্যক্তি: তথ্যমন্ত্রী

শাহাবুদ্দিন চুপ্পু একজন অসাধারণ ব্যক্তি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোয়ন পাওয়া শাহাবুদ্দিন চুপ্পু ‌‘অসাধারণ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। আমাদের সংসদীয় দলের বৈঠক বসেছিল। তখন রাষ্ট্রপতি পদের মনোনয়নের জন্য সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেয়া হয়। সেই ক্ষমতাবলে তিনি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।’

এ সময় পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চাপ দেয়া হয় দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ ও অব্যাহত চাপ মোকাবিলায় শাহাবুদ্দিন চুপ্পু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আপনারা জানেন, পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়নি, কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। কানাডার আদালতে বিশ্বব্যাংক গিয়েছিল এবং সেখানে তারা হেরে গিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কানাডার আদালত রায় দিয়েছে, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ গাল-গল্প ছাড়া কিছু না। কিন্তু তারপরেও দুদকের কমিশনারের দায়িত্ব পালনকালে তার ওপর অনেক চাপ ছিল। সেক্ষেত্রে তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আমি মনে করি, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই; এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, ‘দেশ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। তাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু তারেক রহমান ও খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে।

আমরাও চাই, তিনি (তারেক রহমান) ফিরে আসুক। তিনি শাস্তির মুখোমুখি হোক। তার বিচার হোক, আমরা সেটি চাই। খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন আছে; এ নিয়ে তাদের সব আগ্রহ। জনগণ-দেশ নিয়ে তাদের ভাবনা নেই’, যোগ করেন তিনি।

সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করেছে এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অসৎ উদ্দেশ্য ছিল তাদের (বিএনপি)। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল, শান্তি সমাবেশ করেছেন, যে কারণে বিএনপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা তা পারেনি বলেও জানান তিনি।

সর্বশেষ খবর