Homeরাজনীতিশেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন: কাদের

শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

রোববার (১৮ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আত্মশক্তি হলো মূলকথা। সেই আত্মশক্তিতে আমরা আজ বলীয়ান একটা জাতি। সারা পৃথিবীতে মহামন্দা, সেই আঁচ আমাদের এখানেও লেগেছে। সংকটের মধ্যে শেখ হাসিনাই একমাত্র নেতা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।

তিনি আরও বলেন, ‘আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখব। এই পরিবার থেকে শেখার আছে। আজ সততা, সাহসের জন্য কোথাও যেতে হবে না, কোনো মনীষীর নিবন্ধ পড়তে হবে না। আমাদের জাতির পিতা থেকে আমরা শিক্ষা নেব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী আর্থসামাজিক কোনো বিষয়েই নেই, শক্তিশালী তাদের শ’খানেক বিধ্বংসী বোমা আছে। আমাদের কাছে বিধ্বংসী বোমা নেই। তাছাড়া অন্য কোনো অংশে পাকিস্তান আমাদের বিট করতে পারেনি।’

গত আগস্টে পাকিস্তানের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে একটি প্রদেশের সাবেক মুখ্য সচিব নিবন্ধ লেখেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল। কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী। স্বাধীনতা চেয়ে, স্বাধীনতা এনে বঙ্গবন্ধু ভুল করেননি।

সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস  সোবহান গোলাপ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। 

 

সর্বশেষ খবর