Homeআন্তর্জাতিকশ্রমিক বিক্ষোভে অচল জার্মানি

শ্রমিক বিক্ষোভে অচল জার্মানি

জার্মানিজুড়ে একযোগে বিমান, ট্রেন, বাস ও বন্দরকর্মীদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর (২৭ মার্চ) ছিল অচলাবস্থা। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটের কারণে বিপাকে পড়তে হয় দূরপাল্লার যাত্রীসহ চাকরিজীবীদের।

একের পর এক ধর্মঘটের কারণে অস্থির সময় পার করছে জার্মানি। দেশটির রেলওয়ের কর্মীদের সংগঠন ইভিজি ও শ্রমিক সংগঠন ভেরডির বেতন-ভাতা বাড়ানোর দাবি মেনে না নেয়ায় সোমবার (২৭ মার্চ) সারা দিন চলেনি কোনো দূরপাল্লার ট্রেন। এতে স্থানীয়দের সঙ্গে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকরা।

শুধু তা-ই নয়, চব্বিশ ঘণ্টার ডাকা ধর্মঘটে ওড়েনি কোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও। বিভিন্ন রুটে বাতিল করা হয় কয়েক হাজার ফ্লাইট। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন কয়েক লাখ বিমানযাত্রী।

অচলাবস্থা ছিল জার্মানির হামবুর্গ বন্দরের নিয়মিত কার্যক্রমেও। পণ্য খালাস ও মালামাল প্রক্রিয়ায় জাহাজগুলো ছিল ঠায় দাঁড়িয়ে। ন্যায্য দাবি মেনে না নিলে সামনে আরও বড় পরিসরে ধর্মঘটের ডাক দেয়ার কথা জানায় সংগঠনগুলো।

সর্বশেষ খবর