Homeশীর্ষ সংবাদসব ধর্মের মানুষ সমানভাবে উৎসব করবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি-সত্যের পথ ধরে, সমান অধিকার নিয়ে সবাই দেশে বসবাস করবে। সরকার সব ধর্মের মানুষের জন্যই কাজ করছে। সব ধর্মের মানুষ এ দেশে সমানভাবে ধর্মীয় উৎসব করবে।

আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে বসবাস করবে। যার যার ধর্ম সে পালন করবে এতো কোনো বাধা নেই। উৎসবে সবাই এক হয়ে কাজ করবে। এ জন্যই আমি এই স্লোগানটি দিয়েছি যে, ‘ধর্ম যার যার উৎসব সবার’। আর আমরা সেটা মেনে চলি।  

তিনি বলেন, যিশু খ্রিষ্টের আদর্শ ছিল সব সময় ন্যায় ও সত্যের জন্য। তিনি সব সময় শান্তি ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। সত্য প্রতিষ্ঠা করা অনেক কঠিন একটা কাজ। তারপরও তিনি সেই সত্য প্রতিষ্ঠা করে গেছেন। 
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর