Homeআন্তর্জাতিকসাইবেরিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, মৃত ২০

সাইবেরিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, মৃত ২০

রাশিয়ার সাইবেরিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাইবেরিয়ার কেমেরোভো শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটিতে আগুনে পুড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে দুই তলা বিশিষ্ট কাঠের তৈরি ওই দালানটি পুড়ে ছারখার হয়ে গেছে। তারা জানিয়েছেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এই আগুন সারারাত ধরে জ্বলেছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ত্রুটিপূর্ণ বয়লার থেকে আগুনের সূত্রপাত। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রুশ কর্মকর্তারা বলেছেন, ওই বেসরকারি বৃদ্ধাশ্রমটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করতে একটি ফৌজদারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এ ধরনের অবৈধ সবগুলো বৃদ্ধাশ্রমে নজরদারি বাড়ানো হবে এবং সেগুলোর অবস্থা তদন্ত করে দেখা হবে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাসকে জানিয়েছেন, এই অঞ্চলসহ রাশিয়ার বিপুল সংখ্যক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম রয়েছে। যেহেতু সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান তাই আইন অনুসারে সেগুলোর নিরাপত্তার দিকটি দেখভাল সরাসরি সরকারের নয়। কেবল তাদের পক্ষ থেকে অনুরোধ করা হলে যাচাই করে দেখা হয়।

 

সর্বশেষ খবর