Homeশীর্ষ সংবাদসোনার বাংলা স্লোগান দিয়েও অনেকে মাঠ-খাল দখল করে: মেয়র আতিক

সোনার বাংলা স্লোগান দিয়েও অনেকে মাঠ-খাল দখল করে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অনেকে দেশপ্রেমের কথা বলে সোনার বাংলা স্লোগান দিয়ে খাল ও খেলার মাঠ দখল করে। এদের প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দেশপ্রেমের কথা বলি। কিন্তু দেশকে ভালোবাসি কয়জন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলেই খাল-মাঠ দখল করলেই দেশকে ভালোবাসা হয় না। আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। শুধু সোনার বাংলা স্লোগান দিলেই হবে না, কাজও করতে হবে।’

মেয়র বলেন, ‘মুক্তিযোদ্ধারা লাল-সবুজ পতাকার জন্য, এই দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, তাদের সংবর্ধনা না দিতে পারি তাহলে আমরা ব্যর্থ। তাদের সম্মানিত করতে পারলেই আমরা সার্থক।’

তিনি বলেন, বীরশ্রেষ্ঠ সন্তানরা যদি এই দেশকে স্বাধীন করে না দিতেন তাহলে আজ আমি মেয়র হতে পারতাম না। দেশের সচিব, মন্ত্রী যারা আছেন তারাও কোনো কিছু হতে পারতেন না। তাই আমাদের জন্য যাদের অবদান তাদের সম্মান দিতে যা যা করা দরকার আমরা তাই করব।’

আমাদের ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কী পারি না- একটা খোলা মাঠে বা পার্কে বসে বাদাম খেতে খেতে তরুণ প্রজন্মকে ডাক দিয়ে তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের গল্প করতে; মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের জানাতে।’

বীরবিক্রম মোফাজ্জল হোসেন মায়ার নামে কোনো রাস্তা নেই এই বিষয়ে আফসোস করে মেয়র বলেন, ‘আমি আমাদের বীরবিক্রম মোফাজ্জল হোসেন মায়ার নামে যত দ্রত সম্ভব রাস্তার নামকরণ করব। শুধু তাই না, যতজন মুক্তিযোদ্ধা আছেন তাদের নামকরণ করে আমি আমাদের শহরের রাস্তাগুলোর নাম দিতে চাই। যাতে তাদের নাম ও ইতিহাস মানুষ জানতে পারে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বীরবিক্রম ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সর্বশেষ খবর