Homeজেলামহাদেবপুরে কয়েলের আগুনে পুড়লো পাঁচ লাখ টাকার মালামাল

মহাদেবপুরে কয়েলের আগুনে পুড়লো পাঁচ লাখ টাকার মালামাল

আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে একটি ক্লিনিকের যন্ত্রপাতিসহ পাঁচ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ের নাসিমা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এই অগ্নিকান্ড ঘটে।

আগুন লাগার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। ওই ক্লিনিকের মালিক নাহিদ হাসান জানান, ক্লিনিকের সামনের রুমে সোফার নীচে মশার কয়েল জ্বালানো ছিল। সম্ভবত সেখান থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে সোফা, টেবিল, চেয়ার ও ক্লিনিকের বিভিন্ন যন্ত্রপাতিসহ পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর