Homeজেলাটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়া এলাকা থেকে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেছেন।

এর আগে বুধবার রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর