Homeআন্তর্জাতিকস্পেন: ব্যবসা, কর্মক্ষেত্রে এগিয়ে বাংলাদেশি নারীরাও

স্পেন: ব্যবসা, কর্মক্ষেত্রে এগিয়ে বাংলাদেশি নারীরাও

ইউরোপের দেশ স্পেনে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যবসা-বাণিজ্যসহ নানা কর্মক্ষেত্রে সমানতালে এগিয়ে চলেছেন। বর্তমানে বাংলাদেশি নারীরা ব্যবসা-বাণিজ্যসহ নানা পেশায় নিজেদের সম্পৃক্ত করছেন। এতে একদিকে যেমন তারা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে রেমিট্যান্স পাঠিয়ে ইতিবাচক ভূমিকা রাখছেন দেশের উন্নয়নে।

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের গোড়াপত্তন নব্বই দশকের শুরুর দিকে হলেও বর্তমানে দেশটিতে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। এর মধ্যে শুরুতে নারীদের সংখ্যা হাতেগোনা হলেও বর্তমানে এ সংখ্যা অনেক।  
তারা তাদের শিক্ষা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি নানা পেশায় সম্পৃক্ত হয়ে সামাজিকভাবে ভালো অবস্থান গড়ে তুলছেন। নারী উদ্যোক্তারা বলছেন, শুরুটা এত সহজ ছিল না। আজকের অবস্থান তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। 
দেশিও খাবার খেতে প্রবাসী বাংলাদেশিরা সবসময় পছন্দ করেন। আর সে জন্যই অনেক নারী গড়ে তুলেছেন রেস্তোরাঁ। বাংলাদেশি নারীদের রেস্তোরাঁয় প্রবাসীদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি স্পেনে বসবাসরত নারী-পুরুষ সবাই। 

এ নিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার সব সময়ই নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবাসে নারী উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতায় দূতাবাস পাশে থাকবে। 
প্রবাসী বাংলাদেশি নারীরা বলছেন, ইউরোপে সব মেয়েই বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করেন। তারা পারলে বাংলাদেশি নারীরাও পারবে। এতে পরিবারেও আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা যায়।

সর্বশেষ খবর