Homeজেলাকুড়িলে এক বাসের ধাক্কায় উল্টে গেল আরেক বাস

কুড়িলে এক বাসের ধাক্কায় উল্টে গেল আরেক বাস

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে এক বাসের ধাক্কায় আরেক বাস উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার এসআই শাহীন সময় সংবাদকে জানান, বেলা ১২টার দিকে ভিক্টর ক্লাসিক ও আলী নূর পরিবহনের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে। আলী নূর পরিবনের ধাক্কায় ভিক্টর ক্লাসিক উল্টে যায়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

তিনি আরও জানান, উল্টে যাওয়া বাসটি রেকার দিয়ে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version