বিশ্বকাপ জয়ের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
মেসি সতীর্থের এমন উদ্যাপন নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী ফ্রান্সের তরফে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে। তবে এতদিন বলতে গেলে চুপই ছিলেন যাকে উদ্দেশ্য করে এমন ব্যঙ্গাত্মক উদ্যাপন করা হয়েছে সেই কিলিয়ান এমবাপ্পে। তবে এবার মুখ খুললেন ফরাসি তারকা।
গেল ১৮ ডিসেম্বর লুসাইলে বিশ্বকাপ ট্রফির তিন যুগের আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সোনালি ট্রফির নাগাল পায় আলবিসেলেস্তেরা। আর তারপরই ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন ফাইনালের নায়ক মার্টিনেজ।
গানে গানে উৎসবে মেতে থাকা দলকে হুট করে থামিয়ে তিনি এমবাপ্পের জন্য এক মিনিটের নিরবতা পালনের কথা বলে ফরাসি তারকাকে খোঁচা দেন। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা বাসেও এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্যাপন করছিলেন আকাশী-সাদাদের এই গোলরক্ষক।
এমবাপ্পেকে নিয়ে মার্টিনেজের এমন আচরণকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেছিলেন, আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।
এদিকে, বুধবার (২৮ ডিসেম্বর) এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পায় পিএসজি। আর ম্যাচ শেষে অবধারিতভাবেই আসে মার্টিনেজের উদ্যাপন প্রসঙ্গ। তবে বলতে গেলে বল কোর্টের বাইরেই ফেলে দিলেন এমবাপ্পে। পিএসজির তারকা এ ফুটবলার বলেন, উদ্যাপন আমার সমস্যা নয়। আমি এ জাতীয় তুচ্ছ বিষয়ে শক্তি অপচয় করি না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লাবের জন্য নিজের সেরাটা নিংড়ে দেয়া।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর পিএসজি সতীর্থ মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন বলেও মনে করিয়ে দেন এমবাপ্পে। বলেন, খেলা শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। তাকে অভিনন্দন জানিয়েছি। এই শিরোপাটার জন্য সে (মেসি) সারাজীবন অপেক্ষা করেছে। তবে এমবাপ্পে এটাও স্বীকার করলেন যে, ফাইনালের সেই হার কখনো হজম করতে পারবেন না তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনালের আগে থেকেই এমবাপ্পে ও মার্টিনেজের মধ্যে কথার লড়াই চলছিল। এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, লাতিন ফুটবলের চেয়ে ইউরোপ এগিয়ে আছে। তার উত্তরে মার্টিনেজ বলেছিলেন, এমবাপ্পে ফুটবলটাই বোঝে না।