কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর জেরে ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ‘ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড’ এর সব ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারত সরকার। শুক্রবার (৩০ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লির কাছে অবস্থিত এ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ উৎপাদন স্থগিত করার কথা জানিয়েছেন।
এর আগে ২৮ ডিসেম্বর ভারতে বানানো কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানের ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি সিরাপ খেয়ে ওই শিশুদের মৃত্যু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ জন শিশু যারা তীব্র শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয় তারা ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করেছিল। সেই ওষুধ সেবন করার পর শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে। সর্দি এবং ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ওষুধটি বাজারজাত করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে তথ্য দেয়া হয়েছে।
মন্ত্রণালয়টির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুয়ারাম্যাক্স মেডিকেল এলএলসি নামে একটি কোম্পানি উজবেকিস্তানে এই সিরাপ আমদানি করেছে। ওষুধটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে, মধ্য এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে বিষাক্ত উপকরণ বলছে।
এর আগে গত অক্টোবরে আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।