Homeবিনোদননতুন বছর উদ্‌যাপনে একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা

নতুন বছর উদ্‌যাপনে একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে বলিউডে গুঞ্জনের শেষ নেই। কেউ বলছেন নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা। কেউ আবার বিষয়টি নিয়ে মুখ খুলতেই নারাজ।

ভক্তদের মনে প্রশ্ন, যদি তাদের মধ্যে প্রেম না থাকে তবে কেন নতুন বছর উদ্‌যাপনে দুবাই যাবেন দুই তারকা? নতুন বছর শুরুর আগেই উড়াল দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিমানবন্দরে অবশ্য তাদেরকে আলাদাই দেখা গেছে।

জানা গেছে, একসঙ্গে নতুন বছরের পার্টি করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। দুবাইয়ে মনীশ মালহোত্রা এবং করণ জোহরের সঙ্গে ছবিও তুলেছেন। আর তাতেই কমেন্টবক্সে ঝড় বয়ে যাচ্ছে।

নতুন বছর উদ্‌যাপনের ছবি ও ভিডিও ভক্তদের মনে আশা যুগিয়েছে, যেহেতু ২০২৩ এর সেলিব্রেশনে তারা একসঙ্গে তার মানে হয়তো শিগগিরই বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা।

Exit mobile version