মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নদীপথ কিছুটা পরিষ্কার হওয়ায় ফেরি চলাচল করতে অনুমতি দেয়া হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৩১ ডিসেম্বর) রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১০টার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১১টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১২টার পর থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকা আটকা পড়েছে ছোট-বড় ৪ শতাধিক যানবাহন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরও বাড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ নৌরুটে নারী, শিশুসহ যাত্রী ও শ্রমিকরা।