বয়স যেন গিয়েছে থমকে। তার নিত্য নতুন এই লুক ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। পোশাক থেকে শুরু করে নাচ, গান সবক্ষেত্রেই এবছর ভক্তদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন মনামী ঘোষ।
নতুন বছরে তাই স্মৃতিতে ভেসে উঠেছে ২০২২ সালের বিভিন্ন মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানালেন শুভেচ্ছা। সেই সঙ্গে বছর জুড়ে তার চর্চিত বিভিন্ন লুকের ছবি শেয়ার করেন এই ফ্যাশন আইকন।
‘বেলাশুরু’ সিনেমা, ভাইরাল টাপাটিনি নাচ, প্রথম ভিডিও অ্যালবাম ‘ভিটামিন এম’ আর ফ্যাশন, সব মিলিয়ে দুর্দান্ত বছর কাটিয়েছেন মনামী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিষয়গুলো ফুটে উঠিয়ে তুলেছেন তিনি।
মনামী নিজেই স্বীকার করলেন, বছরটা দিব্যি কাটিয়েছেন। ২০২২ চলে গেলেও রেখে গেছে অসংখ্য সুন্দর স্মৃতি।