Homeশীর্ষ সংবাদঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে শামীম আহমেদ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে অভিযানে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ শামীম আহমেদ চুয়াডাঙ্গা জেলার বিষ্ণপুর গ্রামের জানেহার মন্ডলের ছেলে। সে নেছারাবাদ মাদ্রাসার নবম শ্রেণির আবাসিক ছাত্র।

পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মাদ্রাসার সমানের বাসন্ডা নদীতে গোসল করতে নামে শামীম। এ সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় সাঁতার না জানা ছাত্রটি। পরে স্থানীয়রা নদীতে নামলেও তার সন্ধান মেলেনি।

এদিকে, শনিবার সকাল থেকে ঝালকাঠি ফায়ার স্টেশনের সহায়তায় বরিশাল ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

ঝালকাঠি ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. শহীদুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রটির সন্ধানে অভিযান অব্যহত আছে।

সর্বশেষ খবর