Homeশীর্ষ সংবাদটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের নতুন কমিটির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের নতুন কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে মোনাজাতে আওয়ামী লীগের নতুন কমিটি।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্ব এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাতে অংশ নেন নেতারা।

বিকেলে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবে এ যৌথসভা। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

সর্বশেষ খবর