Homeআন্তর্জাতিক‘যদি আমাদের মধ্যে যুদ্ধ হয়…’ মোদিকে যা বললেন শাহবাজ

‘যদি আমাদের মধ্যে যুদ্ধ হয়…’ মোদিকে যা বললেন শাহবাজ

চরম অর্থনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে আরও একবার সুর নরম করলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর ইস্যুসহ ভারতের সঙ্গে চলমান অন্যান্য সংকট সমাধানের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘আন্তরিক’ বৈঠকে বসারও আহ্বান জানিয়েছেন শাহবাজ।

সম্প্রতি দুবাইভিত্তিক আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে শাহবাজ বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আমার বার্তা হলো, কাশ্মীর ইস্যু সমাধানে আমরা উভয়পক্ষই বসে আলোচনা করি।’  

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে তিনটি যুদ্ধে শিক্ষা হয়েছে পাকিস্তানের। ভারতের সঙ্গে এই যুদ্ধের পর দেশে দারিদ্র্য ও বেকারত্ব দেখা দিয়েছে।  

ভারত ও পাকিস্তান প্রতিবেশী ছিল এবং তাদের একে অপরের সঙ্গে থাকতে হবে উল্লেখ করে শাহবাজ বলেন, শান্তিপূর্ণভাবে বসবাস করা বা উন্নতি করা বা একে অপরের সঙ্গে ঝগড়া করা এবং সময় ও সম্পদ নষ্ট করব কি করব না তা সম্পূর্ণটাই আমাদের ওপর নির্ভর করে।’ 

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই। আমরা দারিদ্র্য দূর করে সমৃদ্ধি আনতে চাই। আমাদের নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের সুযোগ দিতে চাই। বোমা, অস্ত্রশস্ত্রে টাকা নষ্ট করতে চাই না।’ 

পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনো কারণে যদি আমাদের মধ্যে ফের যুদ্ধ হয়, তাহলে তা নিয়ে বলার জন্য কে বা বেঁচে থাকবে? কারণ, বর্তমানে ভারত-পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ।’ 

সর্বশেষ খবর

Exit mobile version