Homeবিনোদনবাহুবলী-কেজিএফকেও টপকে গেল শাহরুখের ‘পাঠান’

বাহুবলী-কেজিএফকেও টপকে গেল শাহরুখের ‘পাঠান’

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের আলোচিত ছবি ‘পাঠান’ মুক্তি পেয়েছে বুধবার (২৫ জানুয়ারি)। মুক্তির পরই বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।

মুক্তির চারদিনের মাথায় এরই মধ্যে ‘পাঠান’-এর আয় হয়েছে ২০০ কোটি। শনিবার (২৮ জানুয়ারি) ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তরণ বলেন, ‘পাঠান’ বাহুবলী-কেজিএফ সিনেমাকেও ছাড়িয়ে গেছে। সবচেয়ে দ্রুতগতিতে ২০০ কোটি আয়ের ঘরে পৌঁছানোর দৌড়ে এখন প্রথম স্থানে এ সিনেমাটি।

এ ছবি নিয়ে দর্শকদের মাতামাতি রীতিমতো ছিল চোখে পড়ার মতো। সিনে বোদ্ধারা বলছেন, বলিউডে হাতে গোনা কয়েকটি ছবি নিয়ে দর্শকদের আগ্রহ থাকে তুমুল। যার একটি শাহরুখ ও দীপিকার ‘পাঠান’।

ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছিল রেকর্ড ভাঙার রেওয়াজ। সিনেমা মুক্তির পরও একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি।

এদিকে সিনেমা হলে ক্রমবর্ধমান টিকিটের চাহিদার কারণে হল মালিকরা সকালের স্ক্রিনিং বাড়াতে বাধ্য হয়েছেন। এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকেও করা হয়েছে একাধিক আয়োজন।

ছবির এমন সাফল্য দেখে বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ৫৭ বছর বয়সে কিং খানের কামব্যাক মুভি ‘পাঠান’ তাই অন্য নায়কদের নজির হিসেবেও জায়গা করে নিয়েছে অনায়াসেই।

সর্বশেষ খবর