Homeবিনোদনবিশ্ব ভালোবাসা দিবসে আসছে পড়শী জোভানের ২ নাটক

বিশ্ব ভালোবাসা দিবসে আসছে পড়শী জোভানের ২ নাটক

এই সময়ের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। গানের ভুবনে বাজিমাত করে নাম লেখিয়েছেন অভিনয়েও। সেখানেও সফল পড়শী। দর্শকরা পড়শীর অভিনয় সানন্দে গ্রহণ করে নিয়েছেন।

গত জানুয়ারিতে পড়শী ও জোভানের অভিনীত প্রথম নাটক লাভ স্টেশন প্রকাশ পায়। ব্যাপক সাড়া ফেলে সে  নাটক। এরপর এই জুটি নিয়ে আসছে বেশকিছু নাটক। বিশ্ব ভালোবাসা দিবসে পড়শী ও জোভান অভিনীত ‘ভালোবাসার তিন দিন’ ও ‘মন জুড়ে’ দুটি নাটক প্রচারিত হবে। 

‘লাভ স্টেশন’র পর মহিদুল মহিমের পরিচালনায় ‘ভালোবাসা তিন দিন’ পরিচালনা করছেন। অন্যদিকে ‘মন জুড়ে’র পরিচালনায় আছেন জাকারিয়া সৌখিন। নাটক দুটি নিয়ে পড়শী বেশ আশাবাদী। 

এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে। এ ছাড়া সম্প্রচারের অপেক্ষায় আছে পড়শী ও ইয়াশ রোহানের একটি নাটক।

সর্বশেষ খবর