Homeবিনোদনবই নয়, কার টানে বইমেলায় ছুটে গেলেন পূজা!

বই নয়, কার টানে বইমেলায় ছুটে গেলেন পূজা!

বাঙালির প্রাণের উৎসব বইমেলা। এই মেলায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখা মিলল ঢালিউড নায়িকা পূজা চেরিকে। তবে বইয়ের টানে নয়, এক প্রযোজকের টানে বইমেলায় ছুটে গিয়েছিলেন তিনি।

এবারের বইমেলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ের প্রচারণার জন্যই মেলার একটি স্টলে বসেছিলেন পূজা।

বইমেলার সে স্টলে আব্দুল আজিজের বড় বড় সাইজের ছবি সাঁটানো ছিল, সেখানেই বইপ্রেমীদের সঙ্গে আড্ডা দেন অভিনেত্রী। ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন।

প্রকাশিত বইয়ের নাম ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। এ বইয়ের প্রচারণায় অংশ নেয়ায় পূজা ও প্রযোজক আজিজের মধ্যে দূরত্ব অনেকটাই ঘুচেছে বলে মনে করছেন ভক্তরা।

নায়িকা হিসেবে পূজার ক্যারিয়ার শুরু মূলত জাজের প্রতিষ্ঠান থেকেই। প্রথম দিকে পূজা এবং এই প্রযোজনা সংস্থার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও মাঝে অজানা কোনো কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

এ কারণে প্রযোজক আজিজের সঙ্গে নিজের সম্পর্কের উন্নতিতে ফেসবুকে স্ট্যাটাসে ক্ষমাও চাইতে দেখা গেছে পূজা চেরীকে।

তবে বইমেলায় পূজার উপস্থিতিতে বোঝা যায়, জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই ভক্তরা আশা করছেন, জাজের নতুন কোনো সিনেমায় আবারও দেখা যেতে পারে ঢালিউডের এ নায়িকাকে।

সর্বশেষ খবর