সিনেমা দিয়ে পরিচিতি পেলেও উপস্থাপিকা হিসেবেও খ্যাতি রয়েছে নুসরাত ফারিয়ার। সিনেমায় নিয়মিত হওয়ার পর থেকে উপস্থাপনায় তেমন একটা দেখা যায় না তাকে। তবে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে পুরোনো পরিচয়ে দেখা দেন ফারিয়া। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে।
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেয়া হবে। সেই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন ফারিয়া।
এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে তিনবার নাচে অংশ নিয়েছিলেন তিনি। এবারই প্রথম তিনি এ মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন। গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘এর আগে তিনবার পারফর্ম করেছি। নাচে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন।’
তিনি আরও যোগ করেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু নার্ভাস তো লাগছেই। তবে এটাও সত্যি যে উপস্থাপনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। আমার কাছে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং বলেই মনে হয়।’