বার্সেলোনায় বেশ কয়েক বছর লিওনেল মেসির সঙ্গ পেয়েছেন স্প্যানিশ ফুটবলার পেদ্রি। এরপর আর্জেন্টাইন জাদুকর পিএসজিতে পাড়ি জমালে তাদের সে জুটি ভাঙে। জুটি ভেঙে গেলেও এখনও লিওতে আচ্ছন্ন পেদ্রি। ২০ বছর বয়সী এ তারকা বললেন, মেসিই সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার।
কে সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নে বিভক্ত বর্তমান সময়ের ফুটবলপ্রেমীরা দুই সুপারস্টারের ভক্তরা একে অন্যের সঙ্গে লড়াইয়ে মাতেন প্রিয় তারকার শ্রেষ্ঠত্ব নিয়ে। শুধু ভক্তরাই নন, এই লড়াই চলে ফুটবলারদের মাঝেও। লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই! রোনালদোর সঙ্গে যে প্রতিযোগিতা চলত, তার অনেকটাই নিষ্পত্তি হয়ে গেছে কাতার বিশ্বকাপে। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ৩৬ বছর পর সোনালী ট্রফি জয়ের মধ্য দিয়ে খানিক এগিয়ে গেছেন মেসি।
তারপরও প্রশ্ন উঠে- মেসি সেরা, নাকি রোনালদো? চাইনিজ কোম্পানি টিসিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর স্প্যানিশ ফুটবলার পেদ্রির সামনেও সেই প্রশ্ন উঠেছিল। তিনি এক বাক্যে জবাব দিয়ে দিলেন। পেদ্রি বলেন, ‘আমি সব সময় এই বিষয়টায় পরিস্কার। যখন শৈশবে লিওকে দেখেছি, সে তখনও সেরা ছিল।’
২০১৯ সাল থেকে মেসির সঙ্গে খেলা শুরু করেন পেদ্রি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরপর আমার যখন তার সঙ্গে খেলার সুযোগ হলো, লিও তা প্রমাণ করেছে। আমরা এরইমধ্যে কাতার বিশ্বকাপে সে কী করেছে, তা দেখেছি। লিও কী করতে পারে তা দেখিয়ে দিয়েছে। এটা সে বছরের পর বছর ধরে করে আসছে।’
মেসি পরবর্তী সময়ে কারা রাজত্ব করবে বিশ্ব ফুটবলে? বহু নামের মাঝে গেল বিশ্বকাপে নজর কেড়েছেন জার্মানির জামাল মুসিয়ালা এবং ইংল্যান্ডের বেলিংহ্যাম। তবে পেদ্রির মতে গাভি, ভেইগারাও প্রস্তুত বিশ্ব ফুটবলকে শাসন করতে। তিনি বলেন, ‘মুসিয়াল, বেলিংহ্যাম দারুণ ফুটবলার। তারা ছাড়াও অনেক শীর্ষ পর্যায়ের ফুটবলার রয়েছে। গাভি বার্সেলোনায় দারুণ সময় কাটাচ্ছে। গ্যাব্রি ভেইগা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। তাদের অনেক মেধা রয়েছে এবং বিশ্বফুটবল তাদের নিয়ে অনেক আলোচনা করবে।’