Homeবিনোদনঈদে আসছেন ববি

ঈদে আসছেন ববি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় দক্ষতায় খুব অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বেশকিছু আলোচিত সিনেমার সঙ্গে তার নাম জড়িয়েছেন এ নায়িকা।

লম্বা সময় ধরে বড়পর্দায় নেই ববি। তার ভক্তদের আক্ষেপের শেষ নেই। সে আক্ষেপ এবার দূর হতে যাচ্ছে। ঈদুল ফিতরে পর্দায় আসছেন ববি।

ববি অভিনীত ‘পাপ’ সিনেমা সেন্সর পেয়েছে সম্প্রতি। ঈদে সিনেমাটি মুক্তির কথা বলছেন প্রযোজক আবদুল আজিজ। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আসবে সিনেমাটি।

আবদুল আজিজ বলেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সকল সদস্যগণ ভূয়সী প্রশংসা করেছেন। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

‘পাপ’ নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ববির বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ‘পাপ’ সিনেমায় আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা জামান প্রমুখ।

এদিকে ববি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। দুই সিনেমার শুটিংয়ে সেখানে গেছেন তিনি। ‘বেঈমান’ ও ‘নাইট ইন লন্ডন’। সিনেমাটি দুটি পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। ‘বেঈমান’ সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছেন ববি। অন্যদিকে, ‘নাইট ইন লন্ডন’ সিনেমায় যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে।

সর্বশেষ খবর