Homeআন্তর্জাতিকইতালি উপকূলে ‘বিপদে’ ১৩০০ অভিবাসী

ইতালি উপকূলে ‘বিপদে’ ১৩০০ অভিবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের আশায় নৌযাত্রা করে বিপদের মুখে পড়েছেন ১৩০০ অভিবাসী। খবর পেয়ে অভিবাসীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ইতালির কোস্টগার্ড ও নৌবাহিনী।

শনিবার (১১ মার্চ) ব্রিটিশসংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকায় থাকা ১৩০০ অভিবাসীকে উদ্ধার করতে ইতালির উপকূলে বিশাল অভিযান চলছে।

দেশটির নৌবাহিনী এবং কোস্টগার্ড জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে অভিবাসীবোঝাই তিনটি নৌকাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছে।

নৌকার সংখ্যা এবং এর আরোহী অভিবাসীদের সংখ্যার কারণে ইতালির উপকূলরক্ষীরা এই অভিযানটিকে ‘বিশেষত জটিল’ বলে আখ্যায়িত করেছে।

এর আগে ইতালির এই একই অঞ্চলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসীর প্রাণহানি হয়েছিল এবং সেই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সেখানে আবারও উদ্ধার অভিযানের খবর সামনে এলো।

উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। বিপজ্জনক এ পথ পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও নতুন নয়।

ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর মাইগ্রেশনস মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে সমুদ্র পাড়ি দিতে গিয়ে  ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version