Homeআন্তর্জাতিকপর্তুগালে দেয়ালধসে ২ প্রবাসী নিহত

পর্তুগালে দেয়ালধসে ২ প্রবাসী নিহত

পর্তুগালে নিজ কর্মস্থলে কাজের সময় দেয়ালধসে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) বেজা নামক স্থানে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। শাহীন বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা। সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা। 

প্রবাসীরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টায় চারজন বাংলাদেশি পর্তুগালের বেজায় কনস্ট্রাকশনের কাজে যান। কাজ করা অবস্থায় ঘরের দেয়াল তাদের উপর ধসে পড়ে।

এতে চারজন গুরুতর আহত হন। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনের মৃত্যুর কথা জানায়।

প্রবাসী দুজনের মৃত্যুতে গোটা পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর