Homeআন্তর্জাতিকজার্মানিতে মজুরি বাড়াতে আন্দোলনে সরকারি কর্মকর্তারা

জার্মানিতে মজুরি বাড়াতে আন্দোলনে সরকারি কর্মকর্তারা

নানা কারণে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। রোববার (২৬ মার্চ) জার্মানিতে মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছেন অন্তত ৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী।

রাজধানী বার্লিনের রাস্তায় জড়ো হন হাজার হাজার আন্দোলনকারী। তারা সবাই বিভিন্ন সরকারি হাসপাতাল, রেলওয়ে, ডাকবিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী। 

মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসেন তারা। এসময় জীবন যাত্রার ব্যয় কমানোর দাবি জানান তারা। দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

বৃষ্টিতে ভিজে রোববার হংকংয়ের রাস্তায় শান্তিপূর্ণ আন্দোলন করেন স্থানীয়রা। ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি আবর্জনা প্রকিয়াকরণের বিরুদ্ধে এ প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

কোভিড ১৯-এর পর বিধিনিষেধ তুলে নেয়ার পর প্রথমবারের মতো এমন জনসমাগমে ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।

সর্বশেষ খবর

Exit mobile version