Homeখেলাফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে দুই মিলান

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে দুই মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে দুই ইতালিয়ান জায়ান্ট। মিলান ডার্বিতে লড়বে দুই নগর প্রতিদ্বন্দী এসি মিলান ও ইন্টার মিলান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের শিরোপা খরা ঘোঁচাতে মরিয়া দুদল।

প্রথম লেগে ইন্টার ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় পরের ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছাবে নেরাজ্জুরিরা। সান সিরোতে দুদলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত একটায়।

ইন্টার নাকি মিলান? দুদলই এক যুগেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরায় ভুগছে। এক দলের সামনে দীর্ঘ ষোলো বছর আর অন্য দলের সামনে তেরো বছরের অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ। কেউ কি চাইবে কাউকে এক চুলও ছাড় দিতে? ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইটা জিতে নিজেদের সক্ষমতার জানান দিতে রাজ্যের প্রস্তুতি ইন্টার মিলান আর এসি মিলানের।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকবে ইন্টার। নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়নি সিমোন ইনজাগির দলের। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দ নিয়েই খেলেছে বিগত ম্যাচগুলো। প্রথম লেগে মিলানকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে আছে নেরাজ্জুরিরা। তাই আত্মবিশ্বাসেও কোনো ঘাটতি নেই। এছাড়াও, অতীত পরিসংখ্যান এগিয়ে রাখছে নেরাজ্জুরিদেরকে। গেল তিন বছরে এসি মিলানের বিপক্ষে সাত বার জয় পেয়েছে ইন্টার।

এ ম্যাচে কোচ পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মার্টিনেজ, বাস্টোনি, অ্যাক্রেবির মতো দক্ষ ফুটবলারদের। অ্যাটাকিং মিডফিল্ডকে শক্ত করতেই বেশি মনোযোগ কোচের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোপুরি ফিট স্কোয়াডকে ৩-৫-২ ফর্মেশনে মাঠে নামানোর পরিকল্পনা অভিজ্ঞ ইনজাগির।

ম্যাচপূর্ববর্তী সংবাদসম্মেলনে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকেব্রি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ এসি মিলান চাইবে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে। তবে, আমরা নিজেদের সক্ষমতা নিয়ে দৃঢ় প্রত্যয়ী। তবে, আমরা স্পেশাল কিছুই করতে চাই এবং আমরা সেজন্য পুরোপুরি প্রস্তুত।’

এদিকে, মিলানের সামনে আছে ষোলো বছরের খরা কাটানোর সুবর্ণ একটা সুযোগ। প্রথম লেগে ব্যবধান খুব বেশি না হওয়ায় প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে এসি মিলানের। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ তিন সাক্ষাতেই হেরেছে তারা। ইন্টারের বিপক্ষে এক মৌসুমে টানা চতুর্থ হার এড়াতে মরিয়া পিওলির দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানটা খুব একটা স্বস্তির না মিলানের জন্য। মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে পিওলি শিষ্যরা। সান সিরোতে ম্যাচ হওয়ায় সে সুযোগ কাজে লাগাতে চাইবে দ্যা ডেভিলস। মিলানের জন্য সুখবর আছে একটা। এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার রাফায়েল লেয়াও। ইতালিয়ান সিরি আর সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবেই যাকে বিবেচনা করা হয়, তাকে স্কোয়াডে পাওয়াটা মিলানের জন্য নিঃসন্দেহে স্বস্তির।

এ বিষয়ে এসি মিলান কোচ স্টেফানো পিওলি বলেন, ‘লেওয়া আগের চেয়ে ভালো অনুভব করছে। সবকিছু যদি ঠিক থাকে এ ম্যাচে পাওয়া যাবে তাকে। আমরা পিছিয়ে থেকে মাঠে নামব, কিন্তু ফলাফল বদলে দেয়ার সামর্থ্য আছে। আমার খেলোয়াড়রা কতটা শক্তিশালী তা আমি জানি। ফাইনালে যাওয়ার জন্য শেষ বিন্দু দিয়ে লড়ে যেতে চাই।’

ইন্টারের সাম্প্রতিক অবস্থা ভালো হলেও, মিলানের স্কোয়াড নিয়ে বেশ্য স্বস্তিতে আছেন কোচ।

সর্বশেষ খবর