Homeখেলাআল ইত্তিহাদে যারা হবেন বেনজেমার সতীর্থ

আল ইত্তিহাদে যারা হবেন বেনজেমার সতীর্থ

রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়ে ক্লাব ছেড়েছেন কিংবদন্তি করিম বেনজেমা। প্রতি মৌসুম ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন তিনি। গত ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরে যোগ দেওয়ার পর আরও একজন শীর্ষসারির তারকা যোগ হলেন সৌদি লিগে। এশিয়ার ফুটবলেও সেরাদের সেরা না হলেও মধ্যপ্রাচ্যের দেশটি টেক্কা দিতে চাচ্ছে বিশ্বকে। তারই অংশ হিসেবে তারকাদের আকৃষ্ট করতে চেষ্টা করছে তারা।

এই তো সেদিন পর্যন্ত করিম বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদের একাদশ কল্পনাও করা যাচ্ছিল না। ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর মাদ্রিদের রাজকীয় ক্লাবটার সবচেয়ে বড় তারকায় পরিণত হয়েছিলেন তিনিই। মাঠেও দারুণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে দলকে লিগ জিতিয়েছেন, করেছেন ইউরোপসেরা। নিজেও জিতেছেন ব্যালন ডি’অর। চলতি মৌসুমেও মাদ্রিদের ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ গোল করেছেন তিনিই। পরিণত হয়েছেন রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক।
সেই বেনজেমা এখন রিয়ালে অতীত। রোববার (৪ জুন) লস ব্ল্যাংকোদের জার্সিতে খেলে ফেলেছেন শেষ ম্যাচও। ৩৫ বছর বয়সী তারকার পরবর্তী গন্তব্য সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ক্লাবটির সঙ্গে এরই মধ্যে প্রাথমিক চুক্তি সম্পন্ন করে ফেলেছেন তিনি। দুই বছরের চুক্তিতে সব মিলিয়ে ৪০০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। বার্ষিক হিসেবে তিনি পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রায় সমান অর্থ। গত ডিসেম্বরে রেকর্ড পারিশ্রমিকে সৌদি আরবেরই আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। এক সময়ের সতীর্থ বেনজেমা তাই আগামী মৌসুমে তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন।

বেনজেমার নতুন ক্লাব আল ইত্তিহাদ সৌদি প্রো লিগের সবশেষ মৌসুমে রোনালদোর দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। বেনজেমা যোগ দেওয়ায় অবধারিতভাবেই তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে আরও। সৌদি আরবের জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও ক্লাবটিতে খেলেন ব্রাজিল, পর্তুগালের খেলোয়াড়সহ বেশ কয়েকজন বিদেশি। ইত্তিহাদের মরক্কান ফরোয়ার্ড আবদেররাজাক হামদাল্লাহ ২১ গোল করে সবশেষ মৌসুমে সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনহোও ১৩ গোল করে হয়েছেন ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা।

এক নজরে দেখা যাক আল ইত্তিহাদে বেনজেমা সঙ্গী হিসেবে পাচ্ছেন কাদের –

গোলরক্ষক: মার্সেলো গ্রোহি (ব্রাজিল/ইতালি), আব্দুল্লাহ আল-জাদানি (সৌদি আরব), ওসামা আল-মেরমেস (সৌদি আরব);

ডিফেন্ডার: আহমেদ হেগাজি (মিশর), আহমেদ শারাহিলি (সৌদি আরব), ওমর হাওশাহি (সৌদি আরব), হামদান আল-শামরানি (সৌদি আরব), আহমেদ বামসাউদ (সৌদি আরব), জাকারিয়া হাওশাহি (সৌদি আরব), মুহান্নাদ শানকেইতি (সৌদি আরব), মাদাল্লাহ আল ওলায়ান (সৌদি আরব);

মিডফিল্ডার: তারেক হামেদ (মিশর), আওয়াদ আল-নাশহেরি (সৌদি আরব), ব্রুনো হেনরিখ (ব্রাজিল/ইতালি), ইগর করোনাডো (ব্রাজিল/ইতালি), মারওয়ান আল-সাহাফি (সৌদি আরব);

আক্রমণভাগ: হেল্ডার কস্টা (অ্যাঙ্গোলা/পর্তুগাল), আব্দুলাজিজ আল-বিশি (সৌদি আরব), আব্দুলরাহমান আল-অবৌদ (সৌদি আরব), রোমারিনহো (ব্রাজিল), আবদেররাজাক হামদাল্লাহ (মরক্কো), হারৌন কামারা (সৌদি আরব/গিনি), মোহাম্মেদ আল শাইয়ারি (সৌদি আরব)।

সর্বশেষ খবর

Exit mobile version