Homeবিনোদনপরীর প্রশ্নের উত্তর দিলেন রাজ, সঙ্গে ছুড়লেন পাল্টা প্রশ্নও

পরীর প্রশ্নের উত্তর দিলেন রাজ, সঙ্গে ছুড়লেন পাল্টা প্রশ্নও

সম্প্রতি দেশের একটি প্রথম সারির গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউডের আলোচিত অভিনেতা শরীফুল রাজ। আর সেখানেই রাজকে সরাসরি একটি প্রশ্ন ছুড়ে দেন নায়িকা পরীমণি।
রোববার (৪ জুন) দেশের গণমাধ্যমে আমন্ত্রিত শরীফুল রাজের কাছে পরী প্রশ্ন তোলেন, কেন মদ্যপ অবস্থায় সাংবাদিকদের সঙ্গে নিয়ে মাঝরাতে বাসায় ঢুকে ছেলেকে দেখার জন্য হট্টগোল পাকিয়ে ছিলেন রাজ?
অনুষ্ঠানের লাইভে কমেন্টস বক্সে করা সে প্রশ্ন কানে পৌঁছতেই রাজ এর উপযুক্ত জবাব দেন। বলেন, ‘পরীর অভিযোগ সত্য নয়। আমি আমার সন্তানকে দেখার জন্য উদগ্রিব ছিলাম, মদ্যপ অবস্থায় ছিলাম না।’

রাজ আরও বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে নিয়ে ছেলে দেখার কারণ হলো আমার সংসার ঠিক করার জন্য সাংবাদিকরা আমাকে ফোন দেন, সবকিছু ভুলে একসঙ্গে থাকার উপদেশটাও সাংবাদিকরাই আমাকে দেন। তাই আমি আমার বাচ্চাকে দেখতে সাংবাদিকদেরই অনুরোধ করেছি।’

রাজ আরও বলেন, ‘আমি সাংবাদিকদের বলেছিলাম, আমি আমার সন্তানকে ৫ মিনিটের জন্য দেখতে চাই। প্লিজ, আপনারা আমার সঙ্গে একটু থাকুন। আমি তাদের এ-ও অনুরোধ করেছিলাম যে, আপনারা আমার সঙ্গে থাকুন, কিন্তু কোনো ক্যামেরা অন করবেন না। সন্তানকেই শুধু দেখার ইচ্ছা ছিল, অন্য কোনো ঝামেলার সম্মুখীন হতে না চাওয়ার কারণেই সাংবাদিকদের সঙ্গে করে নিয়ে যাই। তারাও আমাকে সহযোগিতা করেন।’

এরপর রাজ বলেন, ‘আমার ওয়াইফ আমার নামে অভিযোগ করছে, আমি তখন মদ্যপ অবস্থায় ছিলাম। অথচ সাংবাদিকরা আমাকে যথেষ্ট ভদ্রবেশে তখন দেখেছে।’

এর পরই রাজ পরীর উদ্দেশে বলেন, ‘আমি কোথাও পরীকে ছোট করে কথা বলিনি, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। বারবার যখন ও (পরী) আমার বিরুদ্ধে এটা করছে, তবে আমারও প্রশ্ন: ওর এমন করার কারণ কী?’

সর্বশেষ খবর