বাংলা সিনেমার মুভি লর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম করেছেন। ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে সমিতির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন ডিপজল। কারণ হিসেবে তিনি বলেন, শিল্পী সমিতিতে খোঁচাখুঁচি হচ্ছে, উভয় দল। এত রঞ্জিত হওয়া ভালো না।
তিনি আরও বলেন, আমি যেহেতু ঘোষণা দিয়েছি শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ সভাপতি নির্বাচন করব। আমার পাশে যারা আছেন তারা থাকবেন। আমার পাশ থেকে সরে যাবেন না।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ পরিষদে নির্বাচন করেছিলেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ডিপজল। তার ভাষায়, ‘সভাপতি-সেক্রেটারি নিয়ে বিশাল ঝগড়া। যারা ফেল করে তাগো নিয়া আহে- এগুলো ঠিক না।’
শোনা যাচ্ছে, শিল্পী সমিতির এবারের নির্বাচনে হতে পারে ‘ডিপজল-জায়েদ’ পরিষদ। সভাপতি পদে ডিপজল, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। ডিপজলের সঙ্গে জায়েদ খানের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে। এমনকি ডিপজলের বাড়িতেও ঘন ঘন যাওয়া আসা করেন জায়েদ খান। এ থেকেই ধারণা, ‘ডিপজল-জায়েদ’ পরিষদ হতে যাচ্ছে!
১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। খলঅভিনেতা হিসেবে বেশ দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের ৮ সিনেমা।