Homeআন্তর্জাতিকমার্কিনিদের ওপর নজরদারিতে চীনের গোয়েন্দা বেলুনে মার্কিন প্রযুক্তি ব্যবহার!

মার্কিনিদের ওপর নজরদারিতে চীনের গোয়েন্দা বেলুনে মার্কিন প্রযুক্তি ব্যবহার!

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন আকাশে প্রবেশ করে চীনের গোয়েন্দা বেলুন। যদিও বেলুনটি পরে গুলি করে ধ্বংস করে ফেলে যুক্তরাষ্ট্র। বেলুনটিতে অডিও ও ভিজ্যুয়াল তথ্য সংগ্রহের জন্য মার্কিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। খবর রয়টার্সের।

বুধবার (২৮ জুন) ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এমনই চমকপ্রদ তথ্য জানা গেছে। চীনের গোয়েন্দা বেলুন নিয়ে এক তদন্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একাধিক মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার  বিশ্লেষণ থেকে জানা গেছে, চীনের গোয়েন্দা বেলুনটিতে বিভিন্ন মার্কিন যন্ত্রপাতি পাওয়া গেছে। এর পাশাপাশি বেলুনটিতে ‍বিভিন্ন চীনা সেন্সরসহ ছবি, ভিডিও ও তথ্য চীনে পাঠানোর জন্য বিভিন্ন সরঞ্জাম ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, বেলুনটি গুপ্তচরবৃত্তির জন্যই তৈরি করা হয়েছিল। যদিও চীন জানিয়েছিল তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি তৈরি করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, বেলুনটি আলস্কা, কানাডাসহ বেশ কিছু মার্কিন সংলগ্ন রাজ্যের ওপর দিয়ে গেলেও চীনকে কোনও তথ্য পাঠায়নি।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে হোয়াইট হাউস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন কোনও মন্তব্য করেনি।

সর্বশেষ খবর