Homeঅর্থনীতিজুলাই মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে ভারতে

জুলাই মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে ভারতে

চলতি মাসে ভারতে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে এর মধ্যে কিছু ছুটিতে রাজ্যভিত্তিক ব্যাংক এবং বাকি ছুটিতে দেশব্যাপী সব ব্যাংক বন্ধ থাকবে।

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বরাত দিয়ে দ্য ইকোনোমিক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দ্য ইকোনোমিক টাইমস জানায়, আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের ব্যাংকগুলো মোট ১৫ দিন ছুটি পালন করবে। এর মধ্যে ৫টি রোববার ও ২টি শনিবার মিলিয়ে সাপ্তাহিক ছুটি রয়েছে মোট ৭ দিন।

ভারতে প্রতি রোববার ও প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ব্যাংকের হিসাব বন্ধ ও রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডের অধীনে রয়েছে আরও ৮টি ছুটি। এর মধ্যে গুরু হরগোবিন্দ জির জন্মদিন, এমএইচআইপি দিবস, কের পূজা, ভানু জয়ন্তী, উ তিরোট সিং ডে, দ্রুকপা শে-জি, আশুরা উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকই বন্ধ থাকবে।

সর্বশেষ খবর