Homeসর্বশেষ সংবাদধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভুমি) মোসা. জেসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ওসি বাহারউদ্দিন ফারুকী প্রমুখ। উল্লেখ্য গত ২০১৬ সাল থেকে সরকারী কর্মচারিদের উদ্ভাবনী ও কৃতিত্বপুর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে আসছে। জাতিসংঘ ২৩ জুন দিবসটি পালন করলেও বাংলাদেশে ২৩ জুলাই পালন করা হয়। দিবসটি সরকারের ‘খ’ শ্রেণীভুক্ত দিবস পালিত করা হয়।

সর্বশেষ খবর