Homeসর্বশেষ সংবাদজোয়ারের পানিতে ডুবল চাক্তাই-খাতুনগঞ্জ বাজার, লোকসানে ব্যবসায়ীরা

জোয়ারের পানিতে ডুবল চাক্তাই-খাতুনগঞ্জ বাজার, লোকসানে ব্যবসায়ীরা

বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ বাজার। এতে দোকানে পানি প্রবেশ করায় ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন দেশের বৃহত্তর ভোগ্য পণ্যের ওই পাইকারি বাজারের ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চাক্তাই খাতুনগঞ্জ, আসাদগঞ্জসহ বেশি কিছু এলাকা। সড়ক ওপরে দোকানপাট, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটু পানি জমে গেছে। এতে দোকানের ভেতরে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। জোয়ারের পানির সঙ্গে আবর্জনায় সয়লাব পুরো এলাকা। চরম দুর্ভোগে পড়েন ব্যবসায়ীসহ এলাকার বাসিন্দারা।

চাকতাইয়ের ব্যবসায়ী ইকবাল ক্ষোভ প্রকাশ করে জানান, নালা-নর্দমা পরিষ্কার না করা, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় থাকা স্লুইচগেটের কাজ শেষ না হওয়ায় সুফল মিলছে না।

এ ছাড়া অপর আরেক ব্যবসায়ী মো. হোসেন জানান, প্রতি বছর বৃষ্টি ও জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতি হয় আমাদের। আজকের পূর্ণিমার জোয়ারেও ক্ষতি হচ্ছে লাখ লাখ টাকা।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার দুপুর ৩টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পূর্ণিমার প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা ছিল ৫ মিটার।

সর্বশেষ খবর