মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জনাব দধি ভান্ডার কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ আগষ্ট) সকালে সাড়ে ১০ টায় পাংশা পৌর শহরের উপজেলা সড়কের মাহামুদ প্লাজা সামনে জনাব দধি ভান্ডার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
অভিযানে জনাব দধি ভান্ডার ছাড়াও অমল দধি ভান্ডার কে ৪ হাজার, মুসলিম ডিমের আরত মালিক কে ২ হাজার, মেসার্স সোহেল ডিম ভান্ডার মালিক কে ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ও মানুষের খাবার অনুপযোগী আনুমানিক ১৫ কেজি দধি ও ৫০ গ্রাম হাইড্রোজ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বদেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস সূর্য্য কুমার প্রামানিক,ভোক্তা অফিস সবুজ হোসেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে রাজবাড়ী জেলার আনসার বাহিনীর সদস্যদের একটি টিম।