Homeসর্বশেষ সংবাদজুড়ীতে বিট পুলিশিং সভায় চোলাই মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণ

জুড়ীতে বিট পুলিশিং সভায় চোলাই মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণ

মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে শুক্রবার  (২৫ আগষ্ট) পুর্বজুড়ী ইউনিয়নের সোনারুপা চা বাগানে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। চা বাগান ডিজিএম কাজল মাহমুদের সভাপতিত্বে ও  মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ  অতিথির বক্তব্য দেন, বাগান ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরী, পুর্বজুড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই আনোয়ার,এসআই খসরুল আলম  বাদল,এএসআই বিপ্রেস, টিলা বাবু মিছবাহ উদ্দিন খান। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য শ্রীকান্ত, সজল বাউরি,সৌরব দেশওয়াল,মহিলা সদস্য লিপি রানী রুদ্র পাল,পঞ্চায়েত সভাপতি কান্ত রুদ্র পাল,  শ্রমিক সভাপতি, খতি রুদ্র পাল, ভারত কুর্মী,দিলীপ রুদ্র পাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ  মোশাররফ হোসেন বলেন,চা শ্রমিকরা আর আগের মত নেই। চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোকের সংখ্যা বেড়েছে। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। গরু – ছাগল চুরি রোদ, বাল্যবিবাহ ও চোলাই মদ তৈরি বন্ধসহ পুলিশ কাজ করছে। যারা অপরাধে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।
চা বাগানে সন্দেহ ভাজন কাউকে দেখা মাত্র পুলিশকে খবর দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন।

সর্বশেষ খবর