নুর মো খালেকুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার দারিয়াপুর বাজারে অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ২০২৩ গত ১লা সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল পর্বে বিজয়ী দল সবুজ দল মো. সৌমিক আহমেদ ও জাহাঙ্গীর আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন খেলা পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার সম্ভু, সাধারণ সম্পাদক নুর মো খালেকুজ্জামান অতিথি জাহাঙ্গীর মন্ডল, শামীম আহমেদ, মোছা; ইশা আক্তার।
অতিথিরা বলেন, অনেক দিন পর দারিয়াপুরে দর্শকরা নতুন করে ক্যারাম খেলার আনন্দ উপভোগ করলো। বিশেষ করে খেলা পরিচালনা কমিটির সুন্দর এই আয়োজন বিনোদনের জন্য প্রয়োজন ছিল। এই ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে অনেকের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।