পিরোজপুরে পুলিশী বাঁধা উপেক্ষা করে প্রতিনিধি সভা করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবকদলের প্রতিনিধি সভায় নেতাকর্মীরা আসার সময় বাঁধা দেয় পুলিশ। পুলিশের বাঁধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় দলে দরে যোগ দেয় নেতাকর্মীরা।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা ও গবেষনা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় বক্তারা বলেন আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।