Homeআন্তর্জাতিকপুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম

পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি মাসেই এ বৈঠকে তাদের মধ্যে একটি অস্ত্র চুক্তি হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর আল জাজিরার।

রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ চুক্তি বাস্তবায়ন হলে চলমান ইউক্রেন যুদ্ধে মস্কো এসব অস্ত্র ব্যবহার করবে বলেই তারা মনে করে। মার্কিন গণমাধ্যমগুলো এ চুক্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, অস্ত্র চুক্তির উদ্দেশ্যে চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে, কোথায় এ বৈঠক হবে তা জানানো হয়নি।

নিউইয়র্ক টাইমস বলছে, ট্রেনে করেই মস্কো যাবেন কিম।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, সম্প্রতি রুশ কর্মকর্তাদের একটি দল পিয়ংইয়ং সফর করেছেন। অস্ত্র চুক্তির বিষয়ে দেশ দুটি অনেক দূর অগ্রসর হয়েছে। এর আগে গত জুলাইতে পিয়ংইয়ং সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

কিরবির দাবি, কিমকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রিতে রাজি করাতেই উত্তর কোরিয়ায় যান সের্গেই শোইগু।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সফরের পরই পুতিন ও কিমের চিঠি বিনিময়ের বিষয়টি প্রকাশ হয়। চিঠিতে দুই নেতা দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। তবে, কিমের এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র দাবি করলেও নিশ্চুপ মস্কো ও পিয়ংইয়ং।

Exit mobile version