Homeআন্তর্জাতিকবিশ্বের যে শহরের জনসংখ্যা মাত্র ৯৮ হাজার

বিশ্বের যে শহরের জনসংখ্যা মাত্র ৯৮ হাজার

নরওয়ের রাজধানী অসলো থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরের সৌন্দর্যমণ্ডিত ছোট্ট শহর আসকের। ছোট ছোট পাহাড়, জঙ্গল আর অসলোফিওরড আসকের’র সৌন্দর্যের আঁধার। শহরটির মূল আকর্ষণ অসলোফিওরড, জঙ্গল আর রাজপরিবারের সদস্যদের বাসস্থান।

পর্যটকদের কাছে আসকের আকর্ষণীয় হলেও, এখানে বসবাস বেশ ব্যয়বহুল।

শহরটির জনসংখ্যা মাত্র ৯৮ হাজার। বসবাসকারীদের মধ্যে ৩০ হাজারের বেশি মানুষ অসলোসহ পাশের শহরগুলোতে গিয়ে চাকরি করেন। আর অন্য শহর থেকে আসকেরে আসা প্রায় ১৮ হাজার মানুষ এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।

শহরটিতে বাস, ট্রেন, ট্যাক্সি কিংবা প্রাইভেট কারেও আসা যায়। তবে পর্যটক ও স্থানীয়দের কাছে ট্রেন ভ্রমণই সবচেয়ে আরামদায়ক।

স্থানীয়দের নিয়ে ঘনিষ্ঠ, সৃজনশীল ও একটি টেকসই সমাজ বিনির্মাণই আসকের কর্তৃপক্ষের লক্ষ্য।

সর্বশেষ খবর