Homeসর্বশেষ সংবাদচেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগে ৯ ইউপি সদস্যের অনাস্থা প্রকাশের  প্রতিবাদে এলাকাবাসী  মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে।
শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার  নবাবপুর ইউনিয়ন পরিষদের  সামনে এ  মানববন্ধন ও সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
মানববন্ধনের পর সংবাদ সন্মেলন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সাফিয়া বেগমের বিরুদ্ধে ভুক্তভোগী একজন মহিলা টাকা নেওয়ার অভিযোগ করেন।
আরেক ভুক্তভোগী কদবানু  বেগম বলেন, আমার কাছ থেকে  সদস্য সাফিয়া বেগম টাকা নিয়ে বড় কার্ড দেওয়ার কথা  বলে আর কার্ড দেয়নি।
আজিজ নামে নবাবপুরের  এক বাসিন্দা বলেন,চেয়ারম্যান ৯ মেম্বারের দূনীর্তির অভিযোগ পেয়েছে। এঅভিযোগের বিচার করার আগেই মেম্বাররা  নাটক সাজিয়ে তার প্রতি অনাস্থা এনেছে।
এ বিষয়ে নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন,আমার একটা বিরোধী পক্ষ তাদের ভুল বুঝিয়ে এসব কারাচ্ছে। আমি প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে করেছি। প্রয়োজনে আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা।

সর্বশেষ খবর