Homeসর্বশেষ সংবাদধামইরহাটে রাতের আন্ধকারে বনবিভাগের গাছ চুরির সময় বিজিবির হাতে ৩ চোর আটক

ধামইরহাটে রাতের আন্ধকারে বনবিভাগের গাছ চুরির সময় বিজিবির হাতে ৩ চোর আটক

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে রাতের আন্ধকারে  বনবিভাগের গাছ চুরি করে নেওয়ার সময় বস্তাবর বিজিবির টহল ১০ গাছসহ ৩ চোরকে আটক করেছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর ভোরে আলতাদিঘী গ্রামের  ফজলুল হকের ছেলে  মিলন হোসেন (৩২) মৃত জামাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৮) ও মো. সিদ্দিকের ছেলে শাহিন আলম (৩০) উপজেলার ধামইরহাট ইউনিয়নের অধীন আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার আকাশমনি গাছ কেটে ব্যাটারি চালিত চার্জার ভ্যান যোগে চুরি করে নেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে বনবিট কর্মকর্তা আনিছুর রহমান ও বিজিবির সদস্যদের সহযোগিতায় গাছ সহ ৩ জন চোরকে আটক করে। এ বিষয়ে বনবিট কর্মকর্তা বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম বলেন,‘ গ্রেফতার কৃতদের ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালের সংশোধিত) ৪১ ধারার বিধান লঙ্ঘন হওয়ায় ৪২ ধারায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর