‘পুষ্পা’খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’ছবি মুক্তির পরে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। এবার তিনি স্থায়ী হচ্ছেন লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে। তার মোমের মূর্তির দেখা মিলবে এই মিউজিয়ামে।
অভিনেতা আল্লু অর্জুনের এখন সোনালী সময়। সম্প্রতি প্রথম তেলুগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কার পেলেন তিনি। এবার লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে বসতে চলেছে আল্লুর মোমের মূর্তি।
এর আগে অনেক তারকা অবশ্য সেখানে স্থায়ী হয়েছেন মূর্তি হিসেবে। বলিউড তারকাদের মধ্যে রয়েছে, অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রায়, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফের মূর্তি। রয়েছে এই সংগ্রহে। তবে দক্ষিণী ছবির অভিনেতাদের মধ্যে আল্লু অর্জুন তৃতীয় স্থানে রয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিখ্যাতদের জায়গা হয় সেখানে। এবার সম্মান জানানো হয়েছে ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনকে। জানা গেছে, খুব শীঘ্রই লন্ডনে পৌঁছাবেন এই অভিনেতা। মাপ-জোঁকের কাজগুলো সারবেন। তবে মূর্তি উন্মোচন এ বছরই হচ্ছে না।