Homeবিনোদনবিয়ের পরদিনই পরিণীতিকে জিন্সে দেখে কটাক্ষ নেটিজেনদের

বিয়ের পরদিনই পরিণীতিকে জিন্সে দেখে কটাক্ষ নেটিজেনদের

ভারতের উদয়পুরের লীলা প্যালেসে রোববার বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। তাদের বিয়ে ছিল যেন রূপকথার মতো।

রাঘব-পরিণীতির বিয়ের ছবি প্রকাশে ছিল কড়াকড়ি। তবে বিয়ের পরদিন সকালে ‘ইশকজাদে’ নায়িকা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে উদয়পুরের তাজ লীলা প্যালেস ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন নবদম্পতি। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন রাঘব-পরিণীতি দম্পতি। বরের হাত ধরেই বোট থেকে নেমে সড়কপথের দিকে রওনা দেন পরিণীতি।

এ সময় পরিণীতির পরনে ছিল গোলাপি রঙের একটি কাধখোলা কাফতান ও জিন্স। ছিল না সিঁদুরও। তাতেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। অন্যদিকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরনে ছিল রাঘব চাড্ডা।

নবদম্পতির এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এতে একজন মন্তব্য করেন, ‘এমন ট্রাউসার পরেছে কেন, একটুও নতুন বউ লাগছে না।’

আরেকজন লেখেন, ‘পরিণীতির চেয়ে রাঘবকে ভালো লাগছে।’

অন্য একজনের মন্তব্য, ‘দীপিকা-ক্যাটরিনাদের দেখে কিছু শেখা উচিত পরিণীতির।’

নেটিজেনদের ভাষ্য, শাড়ি না হলেও অন্তত সালোয়ার কামিজ পড়া উচিত ছিল পরিণীতির।

সর্বশেষ খবর