তারকায় পরিপূর্ণ ভারতের এবারের বিশ্বকাপ দল। ২০১১ বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং ঠিক এভাবেই বর্ণনা করেছেন উত্তরসূরিদের। কিন্তু দলে একটা জিনিসের অভাব দেখছেন তিনি। সেটা হলো যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। চাহাল না থাকায় দলে ওয়াশিংটন সুন্দরকে অবশ্যই দরকার ছিল বলে মনে করেন তিনি।
ভারতের বিশ্বকাপ দলে রিস্ট স্পিনার কুলদীপ যাদব রয়েছেন, তবে নেই কোনো লেগ স্পিনার। চাহাল কিংবা সুন্দরকে নিয়ে সেই অভাব পূরণ করা উচিত ছিল বলে মত যুবরাজের। এ সম্পর্কে বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি দলে চাহালের প্রয়োজনীয়তা ছিল, একজন লেগ স্পিনার খুব দরকার।’
এশিয়া কাপের দলেও ছিলেন না চাহাল। বাদ পড়েন বিশ্বকাপ দল থেকেও। যদিও যুবরাজ ভেবেছিলেন চাহালের পরিবর্তে অন্তত সুন্দরকে হলেও নেয়া হবে। তার ভাষ্য, ‘চাহালকে বিশ্বকাপ দলে নেয়া হয়নি, ভেবেছিলাম তবে সুন্দরকে নেয়া হবে। কিন্তু দল হয়তো অভিজ্ঞতায় গুরুত্ব দিয়েছে, সে কারণেই অশ্বিন সুযোগ পেল।’
এর আগে এশিয়া কাপের দলে চাহালকে না রাখায় ভারতের ওপর বিরক্ত হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন, ‘ভারতে অনেক প্রতিভা রয়েছে। আমি খালি শুনতে পাই এটা নেই, সেটা নেই। কিন্তু আসল ব্যাপার হল, আমাদের হাতে এত ক্রিকেটার রয়েছে যে আমরা সিদ্ধান্তই নিতে পারি না। চার নম্বর নিয়ে নির্বাচক, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে ঠিক করে ফেলতে হবে যে ‘এই আমার চার নম্বর এবং ওকেই খেলিয়ে যাব’। তবে আমার মতে, একটা ব্যাটিং পজিশন নিয়ে বেশি ভাবার কারণ নেই।‘
ভারতের সাবেক অধিনায়ক এশিয়া কাপের দল নিয়ে কিছুটা বিরক্ত প্রকাশ করেছেন। কারণ, দলে নেই কোনো ডানহাতি স্পিনার। গাঙ্গুলি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ খুবই ভাল। বুমরাহ, সিরাজ, শামি রয়েছে। জাদেজা অলরাউন্ডারের ভূমিকা পালন করবে। কিন্তু লেগ স্পিনারদের আলাদা গুরুত্ব রয়েছে। আমি থাকলে অবশ্যই চাহালকে নিতাম। জানি না নির্বাচকেরা কী ভেবেছেন।’