চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এক মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
গত শুক্রবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান রাফিনিয়া। গোলের উদ্দেশে শট নিতে গিয়ে তার ডান পায়ে ব্যথা অনুভব করেন। তাতে ৩৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হয়ে মাঠে নামেন ফারমিন লোপেজ।
স্বাস্থ্য পরীক্ষার একদিন পর বার্সেলোনা নিশ্চিত করেছে, ডান পায়ের উরুতে মারাত্মক চোট পেয়েছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট হয়ে তার মাঠে ফিরতে লেগে যাবে প্রায় এক মাস। তাতে চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচসহ লা লিগার দুটি ম্যাচে তাকে পাবে না কাতলানরা। আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার ফেরার আশা করা হচ্ছে।
এদিকে দুঃসংবাদ ব্রাজিলের জন্যেও। আগামী ১৩ ও ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ আছে সেলেসাওদের। তবে ২৬ বছর বয়সী এ উইঙ্গারকে সে সব ম্যাচে পাচ্ছে না নেইমাররা।
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলেছেন রাফিনিয়া। যেখানে ২ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট আছে তার।