Homeআন্তর্জাতিকমেক্সিকোয় কার্গো উল্টে ১০ অভিবাসী নিহত

মেক্সিকোয় কার্গো উল্টে ১০ অভিবাসী নিহত

মেক্সিকোয় একটি কার্গো ট্রাক উল্টে ১০ জন অভিবাসী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২৫জন।

রোববার (১ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে এই ‍দুর্ঘটনা ঘটে।

সোমবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে ১০ জন কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা। নিহতদের মধ্যে একজন শিশু ও ৯ জন নারী।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। তবে দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করেন। তারা প্রায়ই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকেন। যার ফলে দুর্ঘটনা কোনও অস্বাভাবিক বিষয় না।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে ৫৬ জন নিহত হয়েছিলেন।

সর্বশেষ খবর