বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙেছে। ইতিমধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। তারপরও ধীর হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে শাহরুখ খান তার ভক্তদের জন্য একটি বিশেষ চমক ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বলিউড বাদশা ঘোষণা দেন ‘জাওয়ান’র একটি টিকিট কিনলে একটি ফ্রি দেয়ার।
তবে এ অফার পেতে আপনাকে মানতে হবে শর্ত। বুকিং অবশ্যই করতে হবে অনলাইনে। বুক মাই শো, পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করলেই শুধুমাত্র এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া আজ শনিবার এই অফার পাওয়ার শেষ দিন।
এ বিষয়ে আগের টুইটার, বর্তমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ শাহরুখ খান লেখেন, ভাই-বোন, বন্ধু-শত্রু, এবং অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে ‘জওয়ান’ সিনেসাটি দেখাবেন! চাচা-চাচি, ফুপা-ফুপি, মামা-মামি অর্থ্যাৎ পুরো পরিবারকে। একজনের সাথে একজনের ফ্রি টিকিট!
শাহরুখ অভিনীত সিনেমাটি প্রতিদিনই বক্স অফিসে আগুন ধরাচ্ছে। ভেঙে দিচ্ছে পুরানো সব রেকর্ড। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘জওয়ান’ মোট ৫৭৬.২৩ কোটি আয় করেছে। সিনেমাটি এখন ভারতে ৬০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে আছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।